logo ২৩ মে ২০২৫
উর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৩০:৩৬
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৩ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম। এ সময় লেনদেন হয় মোট ১১৮ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- এসিআই লিমিটেড, মবিল যমুনা, বিডি বিল্ডিং, সিঙ্গার বিডি, বিএসআরএম স্টিল, ডেল্টা লাইফ, এসিআই ফর্মুলেশনস, লাফার্জ সুরমা, হাইডেলবার্গ সিমেন্ট ও এএমসিএল (প্রাণ)।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৯৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৮১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৭২ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/জেএস)