পঞ্চম দিনে দর সংশোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৩৭:৪৬

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক কার্যদিবসে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বাড়ার পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সংশোধন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১১০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম। লেনদেন হয় মোট ৬৬৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- পদ্মা অয়েল, গ্রামীণফোন, মবিল যমুনা, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, লাফার্জ সুরমা, ডেল্টা লাইফ, বেক্সিমকো ও এসিআই লিমিটেড।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৮ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১১ হাজার ৭৬৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। লেনদেন হয় মোট ৪১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেএস)