ডিএসইতে ৮৩৬ কোটি ২২ লাখ টাকার লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৪ ১৭:০৭:৩৩

ঢাকা: আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০১ টি কোম্পানির ১৭ কোটি ২ লাখ ৬৭ হাজার ৩৪৫ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৮৩৬ কোটি ২২ লাখ ৫১ হাজার ৮৭৯ টাকা। যা আগের দিনের চেয়ে ১৬৭ কোটি ৩২ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের ৪৯.৪৮ পয়েন্ট বেড়ে ৪৭৫৯.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩৯.৪৩ পয়েন্ট বেড়ে ১৮৫৮.৪১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএক্স) ১৫.৮২ পয়েন্ট বেড়ে ১১২৬.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন করা ৩০১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, এমজেএল বিডি, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেল্টা লাইফ, এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশন, গ্রামীণ ফোন ও আইডিএলসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এসিআই ফর্মুলেশন, আনলিমা ইয়ার্ণ, ডেল্টা লাইফ, রংপুর ডেইরী, বেক্সিমকো ফার্মা, জিপিএইচ ইস্পাত, এমজেএল বিডি, এসিআই লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট ও বিএসআরএম স্টিল।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বিডি বিল্ডিং, ইস্টার্ন হাউজিং, মোজাফফর হোসাইন স্পিনিং, আইএসএন লিমিটেড, আইসিবি সোনালি ২য় মি. ফা., মেঘনা কনডেন্সড মিল্ক, কেপিপিএল, ড্যাফোডিল কম্পিউটার, সাফকো স্পিনিং ও ফার কেমিক্যাল।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/আরএম/এএসএ)