দর সংশোধনের পর বাড়ল সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৫১:০৯
ঢাকা: আগের কার্যদিবস দর সংশোধনের পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক ও লেনদেন উভয় বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম। লেনদেন হয় মোট ৮৩৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- মবিল যমুনা, এসিআই ফর্মুলেশনস, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা, এসিআই, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, ইডিএলসি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও রংপুর ডেইরি ফুড।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/জেএস)