শুরুতেই চাঙা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ সেপ্টেম্বর, ২০১৪ ১১:২৭:৪১

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও মূল্যসূচকের সঙ্গে লেনদেন বাড়তে দেখা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। এ সময় লেনদেন হয় মোট ১৭৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গ্রামীণফোন, বেক্সিমকো, এসিআই ফর্মুলেশনস, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিলস, ইউনিটক হোটেল, মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ও গোল্ডেন সন।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৫৩ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১২০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। লেনদেন হয় মোট ১১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/জেএস)