বেড়েছে সূচক কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৪৮:১৪

ঢাকা: মূল্য সূচক বাড়লেও রবিবার টাকার অংকে লেনদেন কমেছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মূল্য সূচক ঊর্ধ্বমুখী থাকে এদিন।
দিনশেষে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩২টির, কমেছে ৬০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির। লেনদেন হয়েছে ৯৮১ কোটি ৩৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮৬৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ১ হাজার ২৮৮ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রবিবার লেনদেন বেড়েছে ৩০৭ কোটি ১৯ লাখ ৪৭ হাজার টাকা বা ৩১.৩০ শতাংশ।
দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেএস)