নিম্নমুখী ধারায় সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৪৯:১২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৮৯৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৫১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম। এ সময়ে লেনদেন হয়েছে মোট ১৬৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- আরএসআরএম স্টিল, বেক্সিমকো, আরএকে সিরামিকস, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, বিডি বিল্ডিং, অ্যাপোলো ইস্পাত, পিএলএফএসএল, সামিট পাওয়ার ও লাফার্জ সুরমা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১ পয়েন্ট কমে ৯ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। এ সময়ে লেনদেন হয় মোট ১৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেএস)