logo ২২ মে ২০২৫
ডিএসইতে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে
২২ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৩০:৩৮
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করে। তবে ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৮৮৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১৪৯ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম। লেনদেন হয়েছে মোট ৯৯২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- আরএসআরএম স্টিল, বেক্সিমকো, আরএকে সিরামিকস, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, বিডি বিল্ডিং, অ্যাপোলো ইস্পাত, পিএলএফএসএল, সামিট পাওয়ার ও লাফার্জ সুরমা।


(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেএস)