logo ২২ মে ২০২৫
হাজার কোটি ছাড়ালো ডিএসইর লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৫৪:৩৩
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। লেনদেনের এক পর্যায় বেলা ১১ টা ৫৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৯১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৭ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম। লেনদেন হয়েছে মোট এক হাজার ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- মবিল যমুনা, বিএসআরএম স্টিল, পিএলএফএসএল, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, আরএকে সিরামিকস, অ্যাক্টিভ ফাইন, লাফার্জ সুরমা, আরএসআরএম স্টিল ও পদ্মা অয়েল।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২১২ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।


(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেএস)