logo ২২ মে ২০২৫
ডিএসইএক্স সূচক প্রথমবারের মতো পাঁচ হাজার ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৪ ১২:১২:৩৩
image


ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫০ মিনিটে প্রথমবারের মতো ডিএসইএক্স সূচক পাঁচ হাজার ১০ পয়েন্ট পৌছায়।

এর আগে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৭ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, বিএসআরএম স্টিল, পিএলএফএসএল, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, আরএকে সিরামিকস, অ্যাক্টিভ ফাইন, লাফার্জ সুরমা, আরএসআরএম স্টিল ও পদ্মা অয়েল।

এ সময়ে লেনদেন হয়েছে মোট ১৫১ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৪৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৮৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৮৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।

এ সময়ে লেনদেন হয় মোট ৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেএস)