ঢাকা : বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)কে রাইট শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে পুনরায় মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ৫২৮তম সভায় এ কোম্পানির আবেদন অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। মোট ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৯৮১টি সাধারণ শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩৩ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৮১০ টাকা সংগ্রহ করবে বিআইএফসি। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা। উত্তেলিত টাকা দিয়ে পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে।
এর আগে রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানির পরিশোধিত মূল্য ১০০ কোটি টাকায় উন্নীত করতে রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয় বিআইএফসি। এ জন্য গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতি নেওয়া হয়।
(ঢাকা টাইমস/ ২৩ সেপ্টেম্বর/আরএম/এমএম)