লেনদেন চাঙা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৪ ১২:৩৫:০৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। লেনদেনের এক পর্যায় সকাল ১০ টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ হাজার পয়েন্টে অবস্থান করে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সমান তালে লেনদেন চলছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ০৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৯১১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৯ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিএসআরএম স্টিল, বেক্সিমকো, আরএসআরএম স্টিল, আরএকে সিরামিকস, ন্যাশনাল ব্যাংক, মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, পিএলএফএসএল ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
এ সময়ে লেনদেন হয়েছে মোট ১২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪০৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩০৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম।
লেনদেন হয় মোট ৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।