উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ সেপ্টেম্বর, ২০১৪ ১২:০১:৩৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারও লেনদেনে চাঙা মেজাজ অব্যাহত রয়েছে। গত দুই কার্যদিবসের মতো এদিনও লেনদেনের ১৫ মিনিটের মাথায় ডিএসইর ব্রড ইনডেস্ক বা ডিএসইএক্স সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৮ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, অ্যাক্টিভ ফাইন, আরএসআরএম স্টিল, গোল্ডেন সন, গ্রামীণফোন, এসিআই ফর্মুলেশন, এসিআই, ডেল্টা লাইফ, বিএসআরএম স্টিল ও লাফার্জ সুরমা।
এ সময়ে লেনদেন হয়েছে মোট ২৮৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১ টা ২৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৮৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪২২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৪০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
এ সময়ে লেনদেন হয় মোট ১৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেএস)