logo ২২ মে ২০২৫
প্রথম কার্যদিবসে বেড়েছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৪ ১৫:৩৪:৩৪
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে টানা সূচক বাড়ার পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারও চাঙা মেজাজে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই) একই চিত্র। 


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৬৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৯ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ডেল্টা লাইফ, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, মবিল যমুনা, আইডিএলসি, ইউনাইটেড এয়ারওয়েজ, তিতাস গ্যাস, গোল্ডেন সন ও আরএসআরএম স্টিল।


লেনদেন হয়েছে মোট এক হাজার ১০১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫১৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৫৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৪১ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম। লেনদেন হয় মোট ৭১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/জেএস)