ধীর গতিতে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৪ ১১:৪৫:৫০

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে তা গত কয়েক কার্যদিবসের চেয়ে কিছুটা ধীর গতি দেখা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৭২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২০৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। এ সময়ে লেনদেন হয়েছে মোট ১৬৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ারটেক, যমুনা অয়েল, ফু-ওয়াং ফুড, মবিল যমুনা, তিতাস গ্যাস, পদ্মা অয়েল, বেক্সিমকো ফার্মা, এসিআই ও আরএসআরএম স্টিল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৬৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯১১ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দাম। লেনদেন হয় মোট ১২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেএস)