logo ২২ মে ২০২৫
স্কয়ারে ৩০% নগদ ও ১৫% বোনাস শেয়ার অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৪ ১৭:২৫:০৩
image

ঢাকা: স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড তার শেয়ারহোল্ডাদের জন্য ৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ও ১৫ শতাংশ  হারে বোনাস শেয়ার অনুমোদন করেছে। গাজিপুরের কালিয়াকৈরের বোর্ডঘর বাজারে অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস্-এর কারখানায় গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৪৮তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।


স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীসহ ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক এম সেকেন্দার আলী ও ব্যারিস্টার নিহাদ কবির, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ কবির রেজা এবং কোম্পানি সচিব খন্দকার হাবিবুজ্জামান প্রমুখ।


আলোচ্য ২০১৩-২০১৪ অর্থ বছরে কোম্পানির মোট মুনাফা, নিট মুনাফা (করপূর্ব) এবং নিট মুনাফা (কর-পরবর্র্তী) হয়েছে যথাক্রমে ৯,১৮২.৭৮ মিলিয়ন, ৫,৫০৪.৪৬ মিলিয়ন এবং ৪,০৩১.৮১ মিলিয়ন টাকা । নিট বিক্রি এবং নিট মুনাফা যথাক্রমে ১৬.৪৩ শতাংশ এবং ১৭.৯০ শতাংশ বেড়েছে।


কোম্পানি আলোচ্য বছরে তথা ২০১৩-২০১৪ সালে ৫,১১৩.৩৯ মিলিয়ন টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।


পরিচালক পর্ষদ সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।


পরিচালক পর্ষদ বিনীতভাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারি ও বেসরকারি এজেন্সিগুলোকে তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 


শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন।


সভা শেষে কোম্পানির চেয়ারম্যান জনাব স্যামুয়েল এস চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী কোম্পানির কার্যক্রমের প্রতি সমর্থন জ্ঞাপনের জন্য শেয়ারহোল্ডারদেরকে ধন্যবাদ জানান।


(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এএসএ)