logo ২২ মে ২০২৫
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৪ ১৮:৫৯:২২
image

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা নিলুফার মনজুর ৩৫ লাখ শেয়ার বিক্রয় করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, উদ্যোক্তা নিলুফার মনজুর তার ধারণ করা ৩৫ লাখ ২৫৮টি শেয়ারের মধ্যে ৩৫ লাখ বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে তিনি বাজার দরে এই শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।


এর আগে ১১ আগস্টে ঘোষিত ২ লাখ ২১ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেন ২২ সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ তার ধারণ করা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সব শেয়ার ক্রমানয়ে বিক্রয় করে দিচ্ছেন তিনি।


(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/আরএম/এএসএ)