logo ২২ মে ২০২৫
বেড়েছে ডিএসইতে কমেছে সিএসইতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৪ ১৬:০১:১০
image

ঢাকা: আগের দিনের দর পতনের রেশ কাটিয়ে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বেড়েছে। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মূল্য সূচক ও টাকার অংকে লেনদেন কমেছে।


ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির। লেনদেন হয়েছে ৮৭৯ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


মঙ্গলবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৫২২ কোটি ৬ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫৯.৩৪ শতাংশ।


এ দিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। দিনভর এ কোম্পানির ১৯ লাখ ৬৬ হাজার ৬০০টি শেয়ার ৭৫ কোটি ২০ লাখ ৫ হাজার ৩০০ টাকায় লেনদেন হয়েছে।


এ ছাড়া তিতাস গ্যাসের ৪৬ কোটি ৫৯ লাখ, এমজেএলবিডির ৪১ কোটি ৯৬ লাখ, যমুনা অয়েলের ৩৬ কোটি ১১ লাখ, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ৩১ কোটি ৮৮ লাখ, গোন্ডেন সনের ২৮ কোটি ৯ লাখ, বেক্সিমকোর ২৭ কোটি ৬৬ লাখ, স্কয়ার ফার্মার ২৬ কোটি ৩১ লাখ, বেক্সিমকো ফার্মার ২৫ কোটি ৬৪ লাখ এবং ডেল্টা লাইফের ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ৬৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার সিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ৩১ লাখ টাকা।


(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেএস)