বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ অক্টোবর, ২০১৪ ১৫:৪৫:০৬

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল আযহার আগে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একই চিত্র। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৮৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৯টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিক, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ, গ্রামীণফোন, মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা ও গোল্ডেন সন।
লেনদেন হয়েছে মোট ৯৭৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৮৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩১৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম। লেনদেন হয় মোট ৪৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১অক্টোবর/জেএস)