logo ২১ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ অক্টোবর, ২০১৪ ১১:২৫:০১
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল আযহার আগে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৮৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। লেনদেন হয়েছে মোট ১৪৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিক, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ, গ্রামীণফোন, মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা ও গোল্ডেন সন।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ১০০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২২৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির দাম। লেনদেন হয় মোট ৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১অক্টোবর/জেএস)