logo ২১ মে ২০২৫
নতুন সূচক পুঁজিবাজারকে গতিশীল করবে : সিএসই
নিজসব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ অক্টোবর, ২০১৪ ১৭:৪৩:২৬
image

ঢাকা: নতুন দুই সূচক চালু হওয়ার মাধ্যমে পুঁজিবাজার আরও গতিশীল হবে।


এতে স্বচ্ছভাবে বিনিয়োগ করা যাবে এবং বিনিয়োগকারীরা সুচিন্তিত বিনিয়োগ করতে পারবে।


রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন দুটি সূচক উদ্ভোধন পরবর্তী সংবাদ সম্মেলনে সিএসইর চেয়াম্যান আবদুল মজিদ এসব কথা বলেন।


সংবাদ সম্মেলনে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ সাজিদ হোসেন, পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, মমতাজ উদ্দিন, মাইনুল ইসলাম মাহমুদ, নাসির উদ্দিন চৌধুরী ও শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, সিএসইতে তিনটি সূচক চালু করার কথা থাকলেও শরিয়াহ ও বেঞ্চমার্ক সূচক চালুর বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পায় সিএসই। ফলে রবিবার আইপিও সূচক চালু করেছে পারেনি সিএসই। সিএসইর তালিকাভুক্ত ৬৩টি কোম্পানি শরিয়াহ সূচকে অন্তর্ভুক্ত থাকবে। অপরদিকে বেঞ্চমার্ক সূচকে বাজারে সর্বাধিক লেনদেন হওয়া ৫০টি কোম্পানি থাকছে।


 সংবাদ সম্মেলনে আবদুল মজিদ বলেন, নতুন দুই সূচক চালুর মাধ্যমে সিএসইতে মধ্যপ্রাচ্যের বিনিয়োগ আসবে। তিনি বলেন, আমরা তিনটি সূচক চালু করতে চেয়েছি। রবিবার বেঞ্চমার্ক ৫০ এবং সিএসই শরীয়াহ সূচক চালু করেছি। এ সূচকের অন্তর্ভক্ত  কোম্পানিগুলোকে বিনিয়োগকারীদের জন্য উম্মুক্ত করে দেয়া হবে। এতে বিনিয়োগকারীরা কোম্পানিগুলো সম্পদ জেনে বুঝে বিনিয়োগ করতে পারবে।


শরিয়াহও সিএসই-৫০ বা বেঞ্চমার্ক সূচক সম্পর্কে বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের অবহিত করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে। আর এ দুইটি সূচকের আওতায় মিউচ্যুয়াল ফান্ড, করপোরেট বন্ড ও ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো থাকবে না বলে জানান তিনি।


ভবিষ্যতে ইনডেক্স বেইজ ডেরিভিটিভ মার্কেট চালুর ক্ষেত্রে এ দুইটি সূচকের সহায়তা নেয়া হবে। সিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর গত ৫ বছরের তথ্যের ভিত্তিতে এসব সূচক তৈরি করা হয়েছে।


ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন বলেন, নতুন শরীয়াহ সূচক চালু হওয়ায় পুঁজিবাজারকে আরও সমৃদ্ধ করবে।  যারা শরীয়াহ ভিত্তিক কোম্পানিতে বিনিয়োগ করতে চায় তাদের জন্য এ সূচক চালু করা হয়েছে। পাশাপাশি চালু হয়েছে সিএসই বেঞ্চমার্ক ৫০। এ দুই ইনডেক্স চালুতে লেনদেন ও বিনিয়োগ বাড়বে।


 (ঢাকা টাইমস/ ১২ অকক্টোবর/আরএম/এএসএ)