বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ অক্টোবর, ২০১৪ ১১:৩০:৪০

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে রবিবার শুরুতেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ঈদুল আজহা উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজার গত ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ২২৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম। এ সময়ে লেনদেন হয়েছে মোট ১৩৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ফ্যামিলিটেক্স, কেপিসিএল, ডেল্টা লাইফ, সামিট পাওয়ার, তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, ডেল্টা স্পিনিং, জেনারেশন নেক্সট ও ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৪৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৩০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৩২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।
লেনদেন হয় মোট ৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১২অক্টোবর/জেএস)