logo ২০ আগস্ট ২০২৫
অর্থ আত্মসাতের অভিযোগে শামীম আহমেদকে ৫০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
১৪ অক্টোবর, ২০১৪ ২০:৪৪:০৮
image


ঢাকা: বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেট  মেট্রো সিটি সিকিউরিটিজ লিমিটেডের (এসএমসিএসএল) নির্বাহী পরিচালক শামীম আহমেদকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একই সঙ্গে ভবিষ্যতে পুঁজিবাজার সংশ্লিষ্ট  কোনো প্রতিষ্ঠানে তিনি যাতে কর্মরত থাকতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।

মঙ্গলবার বিএসইসির ৫২৯তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র  মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সিলেট  মেট্রো সিটি সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে কমিশনের তদন্তে  বোর্ড পরিচালক ও নির্বাহী পরিচালক শামীম আহমেদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের  শেয়ার এবং অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। যার মাধ্যমে তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯ এর ১৭(এ) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার,  ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ ভঙ্গ করায় তাঁর বিরুদ্ধে তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

১. পুঁজিবাজার সংশ্লিষ্ট  কোনো প্রতিষ্ঠানের সাথে আর কখনও শামীম আহমেদ থাকতে পারবেন না। ২. তাঁর সকল বিও হিসাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে। ৩. সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে তাঁকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বিনিয়োগকারীদের  শেয়ার ও অর্থ আত্মসাতের ঘটনা উদ্ঘাটিত হওয়ায় সিলেট  মেট্রো সিটি সিকিউরিটিজ যাতে আগামী ৩০  সেপ্টেম্বরের মধ্যে  শেয়ার ও অর্থ পরিশোধ করে  সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়ার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ  প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

(ঢাকা টাইমস/১৪ অক্টোবর/আরএম/এআর/ ঘ.)