logo ২১ মে ২০২৫
ওটিসি নিয়ে নীতিমালার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ অক্টোবর, ২০১৪ ১৯:১৯:১৫
image


ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার মার্কেটে থাকা কোম্পানিগুলোকে মূল মার্কেটে ফিরিয়ে আনার জন্য নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে যেসব লোকসানী (নন-পারফরমিং) কোম্পানি মূল মার্কেটে ফিরে আসার আবেদন করবে তৈরিকৃত নীতিমালার আলোকে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

মঙ্গলবার বিএসইসি ৫২৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিএসইর ওটিসি মার্কেটে তালিকাভুক্ত নন-পারফরমিং কোম্পানি সমূহের ইদানিং মূল মার্কেটে ফিরে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষিতে ওটিসিতে থাকা কোম্পানিসমূহ মূল মার্কেটে ফিরে আসার আবেদন করলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে একটি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ নীতিমালা প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, পরিচালক মো. আবুল কালাম ও পরিচালক মনসুর রহমান। কমিটিকে এ ব্যাপারে নীতিমালা তৈরী করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে কমিশন।

(ঢাকা টাইমস/ ১৪ অক্টোবর/আরএম/এআর/ঘ.)