logo ২১ মে ২০২৫
শাশা ডেনিমের আইপিও অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
১৪ অক্টোবর, ২০১৪ ১৯:০০:১০
image


ঢাকা : শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য শাশা ডেনিমস লিমিটেডকে  অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ  কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫২৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শাশা ডেনিমস লিমিটেড শেয়ারবাজারে পাঁচ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ২৫ টাকা প্রিয়ামসহ প্রতি শেয়ারে মূল্য ৩৫ টাকা। কোম্পানিটি বাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও প্রাথমিক গণপ্রস্তাব খরচ খাতে ব্যয় করবে।  কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৩ সালের সমাপ্তবছরের  নিরিক্ষিত হিসেব অনুযাযী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৩ টাকা এবং শেযার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়ে ৫২ দশমিক ৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

(ঢাকা টাইমস/১৪ অক্টোবর/আরএম/এআর/ ঘ.)