ডিএসইতে লেনদেন বেড়েছে, কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ অক্টোবর, ২০১৪ ১৩:২৭:০৩
ঢাকা:সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে সূচক কমেছে।
সোমবার এমজেএল বাংলাদেশ লিমিটেডের শেয়ার ৩৮ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়ে টপ ২০ কোম্পানির শীর্ষে উঠে এসেছে। এদিন এ কোম্পানির শেয়ারের সর্বশেষ বাজার দর ছিল ১৫২ টাকা ৬০ পয়সা। এদিন কোম্পানির শেয়ার দর ১৪৪ টাকা ১০ পয়সা থেকে ১৫৪ টাকা ৫০ পয়সা পর্যন্ত ওঠা নামা করেছে।
লেনদেনের ভিত্তিতে টপ২০ কোম্পানির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, গোল্ডেন সন, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফ্যামেলি টেক্স, পিপলস লিজিং, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, কেপিসিএল, বেক্সিমকো, সিটি ব্যাংক লিমিটেড, একটিভ ফাইন কেমিক্যাল, যমুনা অয়েল, জেনারেশন নেক্সট ফ্যাশন, আরএকে সিরামিক, আরএসআরএম স্টীল, ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এআর/ ঘ.)