logo ২১ মে ২০২৫
হামিদ ফেব্রিক্স আইপিও আবেদন পড়েছে সাড়ে আট গুণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
১৬ অক্টোবর, ২০১৪ ১৯:২৫:০৩
image


ঢাকা: হামিদ ফেব্রিক্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপও) আবেদন জমা পড়েছে ৮৯১ কোটি টাকা বা সাড়ে ৮ গুণ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৮৯১ কোটি ৬৪ লাখ ৪ হাজার টাকা বা ৮.৪৯ গুণ আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতের ৮৪৬ কোটি ১৪ লাখ ৪ হাজার টাকা এবং প্রবাসীদের কাছ থেকে ৪৫ কোটি ৫০ লাখ টাকার আবেদন জমা পড়েছে।

গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। আর প্রবাসিদের জন্য এ সুযোগ ছিলো ১১ অক্টোবর পর্যন্ত।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করার জন্য ৩ কোটি শেয়ার ছেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ৩৫ টাকা। মার্কেট লট নির্ধারণ করা হয় ২০০টি শেয়ারে।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে ঋণ পরিশোধ, ব্যবসায় সম্প্রসারণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৫৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৬ দশমিক ৭৮ টাকা।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৪ তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন করা হয়।

(ঢাকা টাইমস/ ১৬ অক্টোবর/আরএম/এমএম)