logo ২১ মে ২০২৫
৩ দিনের পতনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন
অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ অক্টোবর, ২০১৪ ১২:১৮:৩৫
image

ঢাকা:গত তিন দিন ধরে দরপতনের পর  আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের ‍উভয় পুঁজিবাজার। দিনের শুরুর প্রথম ঘণ্টা সূচকে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করলেও টাকার অংকে লেনদেন তুলনামূলক কম।


সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৩৪ পয়েন্টে।


এ সময়ে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ১৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৪২ লাখ ৩৭ হাজার টাকা। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২০০ কোটি টাকারও বেশি।


সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের। এ সময়ে এ কোম্পানির ১৯ লাখ ৬ হাজার ৮০০ শেয়ার ১২ কোটি ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় লেনদেন হয়েছে।


সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৫১৪৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৫৯৬ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ১০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৭৭৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির। লেনদেন হয়েছে ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২১অক্টোবর/এআর/ ঘ.)