logo ২০ আগস্ট ২০২৫
ইন্টারনেট ট্রেডিং মেলা শুরু কাল
বিনিয়োগকারীদের হাতে কলমে ট্রেড শিখাবে সিএসই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
২১ অক্টোবর, ২০১৪ ১৯:৩৮:১৭
image


ঢাকা: গৃহিনী থেকে শুরু করে সবধরনের বিনিয়োগকারীকে হাতে কলমে ইন্টারনেটের মাধ্যমে লেনদেন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ সাজিদ হোসেন। এ লক্ষ্যে ইন্টারনেট ট্রেড ফেয়ারের (আইটিএফ) আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার সিএসইর ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাজিদ হোসেন।

আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এ ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হবে। মেলা উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান এমপি। এছাড়া মেলায় উপস্থিতি থাকবে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

সংবাদ সম্মেলনে সাজিদ হোসেন বলেন, দেশে এবং দেশের বাইরের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এ মেলায় ইন্টারনেটের মাধ্যমে লেনদেন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে। ট্রেড ফেয়ারে আইপ্যাড, নোটপ্যাড ও স্মার্ট ফোনের মাধ্যমে ইন্টারনেটে কিভাবে শেয়ার লেনদেন করা যাবে তা হাতে কলমে বিনিয়োগকারীদের শেখানো হবে।

সৈয়দ সাজিদ বলেন, ২০১০ সালের ধসের পর থেকে এখন পর্যন্ত বাজারে বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়েনি। ফলে ট্রেড ভলিয়মও বেশি বাড়েনি। এ পরিস্থিতিতে লেনদেন বাড়াতে সিএসই এ উদ্যোগ নিয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ১৭টি ব্রোকারেজ হাউজ, ৩টি আইটি সল্যুশন কোম্পানি, ২টি টেলিকম কোম্পানি ও ২টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানি অংশ নেবে।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/আরএম/এমএম)