ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ (আইপিডিসি) তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী আইপিডিসির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৭৭ লাখ টাকা ও ০.১৫ টাকা।
বিগত নয় মাসে (জানু’১৪-সেপ্টেম্বর’১৪) কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারে প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৭ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা ও ০ দশমিক ৬২ টাকা।
(ঢাকা টাইমস/২২ অক্টোবর/আরএম/এমএম)