শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ অক্টোবর, ২০১৪ ১১:৫৯:৫২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে ৫ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৯৫৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ২২৫ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম। লেনদেন হয়েছে মোট ১৪৩ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- রতনপুর স্টিল রি-রোলিং মিলস, হাইডেলবার্গ সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেপিসিএল, বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, গোল্ডেন সন, ফার কেমিক্যাল, তিতাস গ্যাস ও অ্যাপলো ইস্পাত।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫১ পয়েন্ট কমে ৯ হাজার ৭৫৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩০৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। লেনদেন হয় মোট ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২২অক্টোবর/জেএস)