শেয়ারবাজারে ব্যাপক দরপতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ অক্টোবর, ২০১৪ ১৫:৩৫:২৮

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ২২ অক্টোবর ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে এক হাজার ৯৪৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ২২০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম। লেনদেন হয়েছে মোট ৭২২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- রতনপুর স্টিল রি-রোলিং মিলস, হাইডেলবার্গ সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেপিসিএল, বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, গোল্ডেন সন, ফার কেমিক্যাল, তিতাস গ্যাস ও অ্যাপলো ইস্পাত।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১০২ পয়েন্ট কমে ৯ হাজার ৭০৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১৩ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৪৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। লেনদেন হয় মোট ৫০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২২অক্টোবর/জেএস)