logo ২০ মে ২০২৫
সূচকে ওঠানামা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ অক্টোবর, ২০১৪ ১২:৩৫:৩৬
image

ঢাকা: ঊর্ধ্বমুখী প্রবণতায় বৃহস্পতিবার দিনের লেনদেন শুরু হলেও পাঁচ মিনিটের মাথায় সূচক পড়ে যায়। উভয় বাজারে দিনের প্রথম ঘণ্টায় টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে।


সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৬৮ পয়েন্টে।


এ সময়ে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১৪৪ কোটি ৪০ লাখ ৪২ হাজার টাকা। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২১৫ কোটি ২২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৬৮১ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৭৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির। লেনদেন হয়েছে ১৬ কোটি ১৮ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেএস)