লভ্যাংশ ঘোষণা করেছে মিরাকল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ অক্টোবর, ২০১৪ ১৮:৩২:৩০
ঢাকা : পুঁজিবাজারের তালিকাভূক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এ লভ্যাংশ করা করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য আগামী ১৬ নভেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি ও প্রয়োজনীয় অনুমতি নিতে আগামী ২০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৫৮ লাখ ৩০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় হয়েছে শূণ্য দশমিক ২৪ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৫ টাকা।
(ঢাকাটাইমস/২৬অক্টোবর/আরএম/এমএটি)