ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ও জুট স্পিনার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরের বিনিয়োগকারিদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইমাম বাটন আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রামে ফ্যাক্টরি প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। বিনিয়োগকারি বাছাইয়ের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।
শেষ হওয়া অর্থবছরে ইমাম বাটনের লোকসান হয়েছে ১ কোটি ৩৯ লাখ টাকা। শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ দশমিক ৮০ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৭ দশমিক ৫৫ টাকা।
অন্যদিকে জুট স্পিনার্স আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টায় সিরডাপ মিলনায়তন, ঢাকায় এজিএম আহ্বান করেছে। এ জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৯ নভেম্বর।
শেষ হওয়া অর্থবছরে জুট স্পিনার্সের মোট দায় (এনএভি) দাঁড়িয়েছে ১৪ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, শেয়ার প্রতি লোকসান ৪৩ দশমিক ৬৪ টাকা।
(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/আরএম)