logo ২০ মে ২০২৫
সূচকে ওঠানামা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ অক্টোবর, ২০১৪ ১১:৫২:৫৯
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২৯ অক্টোবর লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৯৩১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ২০৮ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।লেনদেন হয়েছে মোট ৬৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- সাইফ পাওয়ারটেক, এসিআই, সিভিও পেট্রোকেমিক্যাল, গ্রামীণফোন, শাহজিবাজার পাওয়ার, এসপিপিসিএল, অলটেক্স, আরএসআরএম স্টিল, মবিল যমুনা ও কেপিপিএল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৩৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ০৮টির দাম। লেনদেন হয় মোট ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৯অক্টোবর/জেএস)