বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ অক্টোবর, ২০১৪ ১২:১৪:৪২

ঢাকা: দেশের উভয় পুঁজিবাজারে বৃহস্পতিবার দিনের প্রথম ঘণ্টা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। ঊর্ধ্বমুখী সূচকে লেনদেনও তুলনামুলক বেশি লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৫৪ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২০৯ কোটি ৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এ সময়ে এ কোম্পানির ৩৭ লাখ ৭৫ হাজার ৫০০ শেয়ার ১২ কোটি ২৭ লাখ ৭ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৬৫১ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির। লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৩০অক্টোবর/জেএস)