ঢাকা: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ রাইট ইস্যু ও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপও) ঋণ পরিশোধ এবং ওটিসির কোম্পানির ক্ষেত্রে অতিরিক্ত শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের ৫৩০ তম সভায় এসব শর্তারোপ করেছে বিএসইসি।
জানা গেছে, আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোন কোম্পানি ঋণ পরিশোধে এক-তৃতীয়াংশের বেশি অর্থ ব্যবহার করতে পারবে না। আইপিওতে আসা কোনো কোম্পানি বিবরণী (প্রসপেক্টাস) প্রকাশের দুই বছরের মধ্যে রাইট শেয়ার ছাড়তে পারবে না।
এছাড়া আইপিও অথবা রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ সম্পূর্ণ ব্যবহার না করে পুনরায় অর্থ সংগ্রহের আবেদন করতে পারবে না। ওভার দ্যা কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে পুনরায় মূল মার্কেটে ফিরে আসা কোম্পানি তালিকাভুক্তির তিন বছরের মধ্যে রাইট শেয়ার ছাড়তে পারবে না।
বিএসইসির আরোপিত শর্ত অনুযায়ী, অনুমোদন ছাড়া কোনো কোম্পানির উদ্যোক্তা, পরিচালক, কর্মকর্তা ও নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি কোনো ব্যক্তির কাছ থেকে শেয়ার বাবদ অর্থ সংগ্রহ করতে পারবে না। তবে বিদ্যমান শেয়ার হোল্ডারদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা যাবে।
(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/আরএম/এমএম)