logo ২০ মে ২০২৫
হামিদ ফেব্রিক্সের আইপিওর লটারীর ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ অক্টোবর, ২০১৪ ১৯:২৭:৫৮
image


ঢাকা: হামিদ ফেব্রিক্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্রয়ের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয় হামিদ ফেব্রিক্সের ড্র। অনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ।

কোম্পানির আইপিওতে নির্ধারিত সংখ্যার প্রায় ৯ গুণ আবেদন জমা পড়েছিল। কোম্পানিটি ৩ কোটি শেয়ার ইস্যুর জন্য আবেদন আহ্বান করেছিল। তার বিপরীতে ২৬ কোটি ৪২ হাজার শেয়ারের সমপরিমাণ আবেদন জমা পড়েছে।

এর আগে বিএসইসি হামিদ ফেব্রিক্সকে আইপিওতে ৩ কোটি শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে শেয়ার ইস্যু করে আইপিওতে। আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করবে। কিন্তু এর বিপরীতে জমা পড়েছে ৯২৫  কোটি টাকার আবেদন।

আইপিও লটারির ফল পেতে ক্লিক করুন: ব্যাংক ব্রাঞ্চ কোড, নিবাসি বাংলাদেশী, ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী, প্রবাসী বাংলাদেশী ও মিউচ্যুয়াল ফান্ড।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/আরএম/এসইউএল)