সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ নভেম্বর, ২০১৪ ১৩:০৩:২৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ০৫ নভেম্বর মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৮৮৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৯৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।লেনদেন হয়েছে মোট ২০৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), কেপিসিএল, ওয়েস্টার্ন শিপইয়ার্ড, কেয়া কসমেটিকস, সামিট পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, সাইফ পাওয়ারটেক, শাহজিবাজার পাওয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার ও আরএকে সিরামিকস।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৬ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৯ হাজার ৪৭৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫০ পয়েন্ট কমে ১২ হাজার ৭৮৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। লেনদেন হয় মোট ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৫নভেম্বর/জেএস)