বেড়েছে সূচক, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ নভেম্বর, ২০১৪ ১৫:৫১:১৫

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ০৬ নভেম্বর মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৮৬৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৮০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ওয়েস্টার্ন শিপইয়ার্ড, ডেসকো, বিবিএস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, শাহজিবাজার পাওয়ার, বিএসসিসিএল, কেপিসিএল ও কেপিপিএল।
লেনদেন হয়েছে মোট ৬২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭০৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫০৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
লেনদেন হয় মোট ৪৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৬নভেম্বর/জেএস)