উভয় পুঁজিবাজারে মূল্যসূচকে উঠানামা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ নভেম্বর, ২০১৪ ১২:০৫:০৫

ঢাকা: দেশের পুঁজিবাজারে মূল্যসূচকে ওঠানামা করছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)এ প্রবণতা লক্ষ্য করা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৮০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১৪৯ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, বিবিএস, বিইডিএল, লাফার্জ সুরমা, ডেসকো, পেনিনসুলা, পদ্মা অয়েল ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
এ সময়ে লেনদেন হয়েছে মোট ১২৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৯ হাজার ২৯৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৫ পয়েন্ট কমে ১২ হাজার ৩৫০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭৯ পয়েন্ট কমে ১৫ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।
লেনদেন হয় মোট ৯ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৬৭ কোটি ৬৩ লাখ টাকা।
(ঢাকাটাইমস/ ১০নভেম্বর/ জেডএ.)