logo ২০ মে ২০২৫
সূচকের নিম্নমূখী প্রবণতা বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ নভেম্বর, ২০১৪ ১৩:২১:৩০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ নভেম্বর) লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। এদিন লেনদেনের এক পর্যায়ে ডিএসইর ব্রড ইনডেস্ক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে আসে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে এক হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ১৭০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, কেয়া কসমেটিকস, বিইডিএল, কেপিপিএল, আরএসআরএম স্টিল, তিতাস গ্যাস, ডেসকো, সাইফ পাওয়ার ও ন্যাশনাল পলিমার।

লেনদেন হয়েছে মোট ২৭৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৬২০ কোটি ১৭ লাখ টাকা।                   

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৮৫৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৭৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে ৯ হাজার ৩৯৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৬২ পয়েন্ট কমে ১২ হাজার ৫২৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১১৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৮৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

লেনদেন হয় মোট ১৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৪৮ কোটি ৬৪ লাখ টাকা। 


(ঢাকাটাইমস/৯নভেম্বর/এএম)