ধীর গতিতে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ নভেম্বর, ২০১৪ ১১:৩৭:০৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ১৬ নভেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে সামান্য উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৬৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ডেসকো, যমুনা অয়েল, ওরিয়ন ইনফিউশন, ওয়েস্টার্ন শিপইয়ার্ড, সাইফ পাওয়ারটেক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি, দেশবন্ধু পলিমার, মোজাফফর হোসেন স্পিনিং মিলস ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ।
লেনদেন হয়েছে মোট ১৩০ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১২ হাজার ৪৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। লেনদেন হয় মোট ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেএস)