শুরুতেই বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ নভেম্বর, ২০১৪ ১১:৫১:৩৪

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১২ নভেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।লেনদেন হয়েছে মোট ১৪৬ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৯ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৬০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। লেনদেন হয় মোট ৯ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১২নভেম্বর/জেএস)