ডিএসইতে লেনদেন বেড়েছে, সিএসইতে কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ নভেম্বর, ২০১৪ ১৫:৪৮:২৩

ঢাকা: আগের দিনের ধারাবাহিকতায় বুধবারও দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৮৪৬ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৪০৭ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ২৬.৫৪ শতাংশ।
এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ডেসকোর। এ কোম্পানির ৪৪ লাখ ২৭ হাজার ৫০০ শেয়ার ৩৪ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৬০০ টাকায় লেনদেন হয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৮৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির। লেনদেন হয়েছে ৬০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১২নভেম্বর/জেএস)