কমেছে সূচক ও শেয়ারের দাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ নভেম্বর, ২০১৪ ১৫:৫৯:২৬
ঢাকা: পর পর দুই দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে দর পতন হয়েছে। মূল্য সূচকের পাশাপাশি এদিন টাকার অংকে লেনদেনও কমেছে। দিনের প্রথমার্ধে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও শেষ ভাগে সূচক পড়ে যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৮৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে যমুনা অয়েলের।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩৭৯ পয়েন্টে। লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির। লেনদেন হয়েছে ৫০ কোটি ৩০ লাখ টাকা।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/জেএস)