শুরুতেই বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ নভেম্বর, ২০১৪ ১১:৩৬:২০

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৩ নভেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৮ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
লেনদেন হয়েছে মোট ১৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে-বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল, আমরা টেকনোলজি, সাইফ পাওয়ারটেক, ন্যাশনাল পলিমার, আরএসআরএম স্টিল, সিভিও পেট্রোকেমিক্যাল, ওয়েস্টার্ন মেরিন ও মবিল যমুনা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪১ পয়েন্ট কমে ৯ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬২৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৪৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। লেনদেন হয় মোট ৮ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/জেএস)