logo ২০ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ নভেম্বর, ২০১৪ ১১:৫১:২৩
image

ঢাকা: মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় সোমবার দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কিছুটা কম লক্ষ্য করা গেছে।


সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৬৯ পয়েন্টে।


এ সময়ে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২২৯ কোটি ৮৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে ২৩৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছিল।


সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। এ সময়ে এ কোম্পানির ১৩ লাখ ৪৫ হাজার ২০০টি শেয়ার ৪১ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৮৩ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির। লেনদেন হয়েছে ১২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৭নভেম্বর/জেএস)