বেড়েছে সূচক, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ নভেম্বর, ২০১৪ ১৫:২৯:৫৪

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১৯ নভেম্বর মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বিইডিএল, জেএমআই সিরিঞ্জ, খান ব্রাদার্স, ওয়েস্টার্ন মেরিন, বেক্সিমকো, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো ফার্মা ও আফতাব অটোমোবাইলস।
লেনদেন হয়েছে মোট ৫৭৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৫১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২২৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
লেনদেন হয় মোট ৪৫ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেএস)